Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর শিবপুরে মদপানে দুই যুবকের মৃত্যু


২২ সেপ্টেম্বর ২০১৯ ০১:০৬

নরসিংদী: নরসিংদীর শিবপুরে মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দড়িপাড়া এলাকার আসাদ মিয়ার ছেলে শাকিল মিয়া (২৩) ও বাঘাব এলাকার কবির মিয়ার ছেলে সুমন মিয়া (২৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার নরসিংদী শহর থেকে মদ কিনে নিয়ে যায় শাকিল ও সুমন। পরে স্থানীয় শিমুলতলা বাজারে বসে দুজন মিলে মদ পান করে। মদপান শেষে দুজন মিলে শাকিলের দড়িপাড়ার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। এরপর থেকে শনিবার বিকেল পর্যন্ত দুজনের অতিরিক্ত ঘুমের কারণে পরিবারের লোকজনের সন্দেহ হয়।

এরই মধ্যে সুমনের পেট ব্যথা শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে শাকিলকেও সন্দেহবশত প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাঁচপুর এলাকায় তার মৃত্যু হয়।

নরসিংদী মদপানে মৃত্যু যুবকের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর