রাজধানীর পোস্তগোলার কটন মিলে আগুন নিয়ন্ত্রণে
২০ সেপ্টেম্বর ২০১৯ ০২:২২ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৫৬
ঢাকাঃ রাজধানীর পোস্তগোলার একটি কটন মিলে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রচেষ্টায় রাত ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১টা ৭ মিনিটে আগুন লাগে বলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণের পর অপারেশনের কাজ চলমান রয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত সে সঅম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের পোস্তগোলা থেকে তিন ইউনিট, সূত্রাপুর থেকে এক ইউনিট, সদরঘাট থেকে এক ইউনিট , সদরঘাট নৌ থেকে এক ইউনিট ও ফায়ার সার্ভিস হেডকোয়াটার্স থেকে এক ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।