Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছে ঝুলছিল স্ত্রীর মরদেহ, পুকুরে ভাসছিল স্বামীর


১৭ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩০ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ০৫:১১

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের বন্যাবাড়ী গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।

এরা হলেন— ইমান আলী (৪৫) ও আকলিমা বেগম (৩৮)। ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে ওই দম্পতির প্রতিবেশীরা আকলিমার মরদেহ দেখতে পায়। তারা থানায় খবর দেয় ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করতে যায়। সে সময় পুলিশ সদস্যরা ওই দম্পতির বাড়ির পাশের পুকুরে ইমান আলীর মরদেহ ভাসতে দেখে।

স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, তাদের তিন ছেলেই প্রতিবন্ধী। বিষয়টি নিয়ে তাদের মধ্যে কলহ চলে আসছিল। সেই জেরে আত্মহত্যা নাকি এখানে হত্যার ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। পুলিশ মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে— বলেন ফিরোজ তালুকদার।

দম্পতি পারিবারিক কলহ প্রতিবন্ধী ময়মনসিংহ মরদেহ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর