Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিনিস্টার কারখানায় আগুন: শত কোটি টাকা ক্ষতির দাবি


১৪ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩০

গাজীপুর: গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ান গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান মিনিস্টার ইলেকট্রনিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে দাবি করেছেন কারখানা কর্তৃপক্ষ। এ ছাড়া আগুনে কারখানার বিপুল পরিমাণ টেলিভিশন হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন মালামাল পুড়ে একশ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে কারখানার চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ বলেন, ‘অগ্নিনিরাপত্তাসহ আগুন নেভানোর সব সরঞ্জাম কারখানায় বিদ্যমান ছিল। এ প্রতিষ্ঠানে সকল মালামাল প্লাস্টিক জাতীয় সে কারণে অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকার পরও আগুন ভয়াবহ আকার ধারণ করে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’

কারখানার চেয়ারম্যান আরও বলেন, ‘আগুনে বিভিন্ন মালামাল পুড়ে ১০০ কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রীসহ সকলের সহযোগিতা কামনা করছি। কারখানাটি বীমা করা আছে তাই মনে করি, আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব। কারখানা পর্যবেক্ষণ সুবিধার্তে তিনদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার মিনিস্টার কারখানায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ছয়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন

৬ ঘণ্টা পর মিনিস্টার-মাইওয়ান কারখানার আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরে মিনিস্টার-মাইওয়ান কারখানায় আগুন

আগুন টপ নিউজ ফায়ার সার্ভিস মিনিস্টার কারখানা শর্ট সার্কিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর