পুলিশের ধাওয়ায় শ্রমিকরা ছত্রভঙ্গ, আড়াই ঘণ্টা পর যানচলাচল শুরু
১২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৩ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৯
ঢাকা: বকেয়া বেতন ভাতার দাবিতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় সড়ক অবরোধ করে রাখা পোশাক শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে পুলিশ। ফলে প্রায় আড়াই ঘণ্টা পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার নাসা মেইনল্যান্ড নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা মগবাজার-মহাখালী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। ফলে মহাখালী হয়ে উত্তরা থেকে মতিঝিল যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন এই পথে অফিস যাওয়া হাজারো মানুষ।
তেজগাঁও বিভাগের উপকমিশনার আনিসুর রহমান জানান, বুধবার (১১ সেপ্টেম্বর) নাসা মেইনল্যান্ড নামে একটি পোশাক কারখানায় দেড়শ শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দেওয়া হয়। এছাড়া শ্রমিকদের এক মাসের বেতনও বকেয়া রয়েছে। এর পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যার পর কারখানাটির শ্রমিকরা রাস্তা অবরোধ করেন। এসময় কোনো কারণ ছাড়াই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন তারা। এতে চার পুলিশ সদস্য আহত হন। তবু পুলিশ কিছু বলেনি। এক পর্যায়ে বুঝিয়ে বললে তারা রাস্তা ছেড়ে যান।
বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
কিন্তু বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা কারখানায় না গিয়ে সোজা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে নাসা মেইনল্যান্ড কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, কোনো শ্রমিককেই ছাঁটাই করা হবে না জানিয়ে সকালে তারা নতুন নোটিশ দিয়েছেন। তখন পুলিশের পক্ষ থেকে শ্রমিকদের বিষয়টি জানানো হয়। কিন্তু এরপরেও তারা কাজে ফিরে না গিয়ে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।
আনিসুর রহমান বলেন, এই আড়াই ঘণ্টায় কোনো অ্যাম্বুলেন্সও পার হতে দেননি শ্রমিকরা। এমনকি ভিকারুননিসা নূন স্কুলের টেস্ট পরীক্ষার্থীরাও শত অনুনয় করে অবরোধ পার হওয়ার সুযোগ পায়নি।
এক পর্যায়ে নারী পুলিশরা নারী শ্রমিকদের ও পুরুষ পুলিশ সদস্যরা পুরুষ শ্রমিকদের ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেন। এসময় দুই নারী পুলিশসহ তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) আহত হন।
এখন পরিস্থিতি স্বাভাবিক আছে এবং যান চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে আজিজুল ইসলাম নামে এক শ্রমিক জানিয়েছেন, পুলিশের লাঠিচার্যে ছয় শ্রমিক আহত হয়েছেন।