Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ লাখ সৌদি রিয়ালসহ দুই যাত্রী আটক


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৫

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বহির্গমনে ইচ্ছুক দুই যাত্রীকে ১০ লাখ সৌদি রিয়ালসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। তবে আটক ওই দুই ব্যক্তির নাম জানায়নি শুল্ক গোয়েন্দারা।

শুক্রবার সকালে কাস্টমসের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতরাতে ২০টি খামের ভেতরে থাকা ১০ লাখ সৌদি রিয়াল জব্দ করা হয়। আটক হওয়া ওই দুই যাত্রীর ঘোষণা বহির্ভূত ও বিশেষভাবে লুকিয়ে রেখেছিল রিয়ালগুলো।

আটক যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মইনুল খান।

সারাাবাংলা/ইউজে/এমএ

শাহজালাল বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর