প্রতিবছর ৪ ডিসেম্বর ‘জাতীয় বস্ত্র দিবস’ পালনের সিদ্ধান্ত
৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৪
প্রতিবছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদের জারি করা পরিপত্রের খ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার ( ৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
পাটের বহুমুখী ব্যবহার ও রপ্তানীমুখি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে স্বাধীনতার মাসে পাট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বিজয়ের মাসে বস্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিলো সরকার।