Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিবছর ৪ ডিসেম্বর ‘জাতীয় বস্ত্র দিবস’ পালনের সিদ্ধান্ত


৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১২ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৪

প্রতিবছর ৪ ডিসেম্বরকে জাতীয় বস্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি দিবসটি উদযাপনের জন্য মন্ত্রিপরিষদের জারি করা পরিপত্রের খ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

বিজ্ঞাপন

পাটের বহুমুখী ব্যবহার ও রপ্তানীমুখি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে স্বাধীনতার মাসে পাট দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার বিজয়ের মাসে বস্ত্র দিবস পালনের সিদ্ধান্ত নিলো সরকার।

টপ নিউজ বস্ত্র দিবস বস্ত্র দিবস ৪ ডিসেম্বর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর