Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত


৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:৪৫ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৭

রাজধানীর বাড্ডায় পুর্বশত্রুতার জের ধরে ছুরিকাঘাতে বিপ্লব ব্যাপারী (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (৮সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যান।

নিহত বিপ্লব ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রুপদি গ্রামের বাচ্চু ব্যাপারীর ছেলে। ঢাকায় মেরুল বাড্ডা ১৭নম্বর রোডের একটি টিনশেড বাসায় থাকতেন তিনি।

নিহতের ছোট ভাই শাওন ব্যাপারী জানান, তার ভাই বিপ্লব রাজমিস্ত্রির কাজ করতেন। গতকাল রাতে এলাকার ছোট ভাই জীবনকে মারধর করে ডিআইটি প্রজেক্টের কিছু ছেলে। এর প্রতিবাদ করতে যায় বিপ্লব। পরে বিষয়টি মীমাংসা করে বাসায় চলে যায়।

শাওন আরও জানান, পরে জীবনের লোকজন তাদের মারধর করে। শনিবার রাত সাড়ে ১০টার দশটার দিকে বিপ্লব বাড্ডা থানার পেছনের চায়ের দোকানে বসে ছিল। তখন ডিআইটি প্রজেক্টের পলাশ, সুন্দরী সুমন, বাচ্চু, সায়েমসহ কয়েকজন বিপ্লবকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় বিপ্লবকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে যায়। রোববার বিকাল থেকে অসুস্থ হয়ে পড়েন বিপ্লব। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ওসি রফিকুল ইসলাম জানান, নিহত যুবক মাদকসেবী ছিলেন। মাদকসেবীদের সাথে মারামারি হয়। বিস্তারিত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।

খুন

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর