Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধুনটে সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু


৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় সাপের কামড়ে জয়গুন বেওয়া (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এলাঙ্গী ইউনিয়ন পরিষদের সদস্য ডাবলু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বৃদ্ধার ভাতিজা বাচ্চু মিয়া জানান, সকালে গোয়াল ঘরে তাকে সাপ কামড় দেয়। বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্ত্যবরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেছেন।

উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মাহমুদুল হাসান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসার আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছিল।

বিজ্ঞাপন

আরো