Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইতালিতে ১ হাজার পিস ইয়াবাসহ ৩ বাংলাদেশি আটক


৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোম: ইতালির রোমে ভিলা দে সান্টিস এলাকা থেকে প্রায় ১ হাজার পিস ইয়াবাসহ তিন বাংলাদেশিকে আটক করেছে সেদেশের পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করে।

জব্দ ইয়াবার নাম দেওয়া হয়েছে ‌‘হিটলার ড্রাগস’।

খবরে বলা হয়, ইতালির সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে ৯৭৮ পিস ইয়াবাসহ তাদের আটক করে পুলিশের কাছে তুলে দেয়। তবে পুলিশ আটক ওই তিন বাংলাদেশির নাম প্রকাশ করেনি।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই অপকর্মের জন্য স্থানীয়রা আমাদের অবিশ্বাস ও ঘৃণার চোখে দেখে। রাজনৈতিকভাবেও এর প্রভাব পড়েছে ২০১৮ সালের নির্বাচনে। তাদের জন্য দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূতের কাছে তাদের বিচারের দাবি জানিয়েছেন ইতালি প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

আরো