Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে দুদকের জালে ধরা সার্ভেয়ার


৪ সেপ্টেম্বর ২০১৯ ২২:২২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাতা ফাঁদে ঘুষের ২০ হাজার টাকাসহ ধরা পড়েছে ভূমি অফিসের এক সার্ভেয়ার।

বুধবার (০৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে বাসা থেকে ওই সার্ভেয়ারকে আটক করা হয়।

আটক মো.শহীদুল হক আনোয়ারা উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্ভেয়ার হিসেবে কর্মরত আছেন বলে সারাবাংলাকে জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেওয়া দুদক সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন।

চন্দন জানান, জমির খতিয়ান সংক্রান্ত একটি সমস্যা সমাধান করে দেবার আশ্বাস দিয়ে শহীদুল একজনের কাছ থেকে ৭০ হাজার টাকা ঘুষ দাবি করেন। বিষয়টি জানতে পেরে দুদক তাকে ধরার জন্য ওই সেবা গ্রহীতাকে দিয়ে ফাঁদ পাতে। ৭০ হাজার টাকার মধ্যে ২০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন ওই ব্যক্তি। তাদের মধ্যে টাকা লেনদেনের সময় বাইরে অপেক্ষমাণ ছিল দুদক টিম।

পরে বাসায় গিয়ে ঘুষের টাকাসহ হাতেনাতে শহীদুলকে আটক করা হয়। এ ঘটনায় দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এ একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা চন্দন।

দুদক ভূমি অফিস সার্ভেয়ার সেটেলমন্ট অফিস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর