Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে স্কুলে হামলা, ৮ শিশুর মৃত্যু


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৬ | আপডেট: ৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৮

চীনের হুবেই প্রদেশের ইনশি শহরের একটি শিশুদের স্কুলে আক্রমনকারীর হামলায় আট শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের বরাতে এ খবর জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

পুলিশ জানায় চীনে নতুন শিক্ষাবর্ষের প্রথমদিনে সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল আটটায় শিশুরা স্কুলে আসার পর এ হামলার ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী হামলাকারী এখন পুলিশের হাতে আটক রয়েছে। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের তদন্ত চলছে। তবে কিভাবে শিশুদের ওপর হামলা চালানো হয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি। হামলাকারীর উদ্দেশ্যও পরিষ্কার নয়।

ঘুয়াংঝু ভিত্তিক পত্রিকা সাউদার্ণ ডেইলি জানিয়েছে, হামলাকারী কিছুদিন আগেই খুনের চেষ্টা মামলায় সাজা ভোগ করে কারাগার থেকে বেরিয়েছে।

এর আগেও, জুন মাসে  চীনের সাংহাইতে শিশুদের স্কুলের সামনে দুইজন শিশুকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলার ঘটনা ঘটে।

ইনশি ঘুয়াংঝু চীন মৃত্যু শিশু স্কুল হামলা হুবেই

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর