Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ডাকাতের হামলায় ও চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ২


৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৮

নরসিংদী: নরসিংদীতে আলাদা স্থানে ডাকাতের হামলায় ও চোর সন্দেহে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলার পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামে ও শিবপুর উপজেলার তেলিয়া গ্রামে এ দুটি ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন-পলাশ উপজেলার সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে রেজাউল করিম বিজয় (২০) ও শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের আবুল হাশেমের ছেলে জাকির হোসেন (৩০)।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পলাশ থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সোমবার রাত দেড়টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত সেকান্দরদী গ্রামের বেলায়েত হোসেনের বাড়িতে হানা দেয়। ডাকাতরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে ঢুকে গৃহকর্তা বেলায়েতকে মারধর করে বাড়ি লুটের চেষ্টা চালায়। এসময় তার ছেলে রেজাউল করিম বাবাকে বাঁচাতে এগিয়ে গিয়ে এক ডাকাতকে জাপটে ধরেন। এসময় ডাকাতরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। রাতেই আহত বাবা ও ছেলেকে নরসিংদী জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ছেলে রেজাউলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বেলায়েতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে শিবপুর মডেল থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, উপজেলার তেলিয়া গ্রামে রাত তিনটার দিকে চোর সন্দেহে জাকির হোসেন (৩০) নামে একজনকে একই গ্রামের লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তুহিন, নাজমুল ও আমির হোসেন নামে তিনজনকে আটক করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বিজ্ঞাপন

গণপিটুনিতে মৃত্যু ডাকাতের হামলায় মৃত্যু নরসিংদী

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর