Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলে বিপুল অস্ত্র


২ সেপ্টেম্বর ২০১৯ ২১:৫৪

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল জব্দ করেছে পুলিশ।

সোমবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস সালাম হলে তল্লাশি চালানো হয়। এদিন দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া তল্লাশি অভিযানে নেতৃত্ব দেন।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, প্রায় তিন ঘণ্টা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মদের বোতল পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে— বড় কিরিজ, চাপাতি, দা, বটি, রড, লাঠি ও হাতুড়ি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র জানায়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে শনিবার ও রোববার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে দুই শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হন। আজ (সোমবার) বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাষা শহীদ আবদুস সালাম হল বন্ধ ঘোষণা করে।

এ প্রসঙ্গে মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে।

দেশীয় অস্ত্র নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মদের বোতল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর