Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরাজয় এড়াতে আগাম নির্বাচনের কথা ভাবছেন বরিস জনসন


২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৭ | আপডেট: ২ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪১

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন চুক্তিবিহীন ব্রেক্সিটের ইস্যুতে ব্রেক্সিট বিরোধিদের সাথে পরাজয় এড়াতে আগাম নির্বাচনের কথা ভাবছেন। এক অনির্ধারিত কেবিনেট মিটিংয়ে সোমবার (২ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন বরিস জনসন। খবর বিবিসির।

বিবিসি ধারণা করছে, এই চলমান কেবিনেট মিটিংয়ে স্ন্যাপ পোল অনুমোদনের ব্যাপারে সংসদের হস্তক্ষেপের বিষয়ে আলোচনা চলছে।

বিবিসির রাজনীতি বিষয়ক সম্পাদক লরা কুয়েন্সবার্গ বলেছেন, এ নির্বাচন বুধবারের মধ্যেই হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি।

এদিকে, কোনো চুক্তি ছাড়াই ৩১ অক্টোবর ইউরোপিয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে আসা ঠেকাতে সাবেক অনেক মন্ত্রীও লেবার পার্টির সাথে চলমান এই আন্দোলনে যোগ দিয়েছেন।

অপরদিকে, প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন চুক্তির ভিত্তিতে অথবা চুক্তি ছাড়া যেকোন ভাবেই যুক্তরাজ্য ইউরোপিয় ইউনিয়ন থেকে আগামী ৩১ অক্টোবর বেরিয়ে আসবে। তাই সংসদ সদস্যদের উচিত হবে সরকারের সাথে যোগ দিয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়নে ভূমিকা রাখা।

তবে বিরোধি সংসদ সদস্যরা মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চুক্তিবিহীন ব্রেক্সিট ঠেকাতে স্ট্যান্ডিং অর্ডার ২৪ এর অধীনে সংসদে বিতর্কের সুযোগ চাইবেন।

নিজ দলের বিরোধি সংসদ সদস্যদের হুঁশিয়ার করে বরিস বলেছেন, তাদের সংসদ সদস্য পদ থেকে বহিষ্কার করা হতে পারে এবং ব্যবস্থা গ্রহণ করা হতে পারে পার্টির পক্ষ থেকেও।

বরিস জনসনের এক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, ব্রেক্সিট ইস্যুতে আসছে সপ্তাহে যে আস্থা ভোট অনুষ্ঠিত হলে যদি সরকার পক্ষ পরাজিত হয় তবে সাধারন নির্বাচন ছাড়া আর কোনো গতি থাকবে না।

বিজ্ঞাপন

যদিও ২০২২ সালের আগে যুক্তরাজ্যে কোন জাতীয় নির্বাচনের সুযোগ নেই।

ইউরোপিয় ইউনিয়ন পার্লামেন্ট ব্রেক্সিট যুক্তরাজ্য লেবার পার্টি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর