Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিতে সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় রাঙ্গামাটি থেকে আটক ১


২৯ আগস্ট ২০১৯ ২০:০৭

রাঙ্গামাটি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় ক্যাইচিং মারমা (২০) নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (২৮ আগস্ট) রাতে গাইন্দ্যা ইউনিয়নের পোইথুপাড়া থেকে আটকের পর বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে তাকে রাজস্থলী থানায় হস্তান্তর করা হয়।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ জানান, আটক ক্যাইচিং মারমাকে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের পোইথুপাড়ায় সেনাটহলে সন্ত্রাসী হামলায় মো. নাসিম নামে এক সেনা সদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় গত ২৬ আগস্ট রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) মো. এরশাদ মিয়া বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

রাঙ্গামাটির রাজস্থলী সেনা সদস্যের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর