‘কেউ ১৫ আগস্ট জন্মদিন উদযাপন করে, ভাবতেই লজ্জা হয়’
২৯ আগস্ট ২০১৯ ১৬:৫২
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ১৫ আগস্টেও কেউ ঘটা করে জন্মদিন উদযাপন করে। এতেই বোঝা যায়, জাতির পিতার হত্যাকাণ্ডের সঙ্গে কে বা কারা জড়িত ছিল।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে খামারবাড়ি মৃত্তিকা ভবনের আকামু গিয়াস উদ্দিন মিল্কী অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতিহাস কাউকে ক্ষমা করে না। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন, তাদের কেউ ক্ষমা করেনি। আমরা হত্যাকারীদের দেশের বাইরে থেকে খুঁজে খুঁজে এনে ফাঁসির কাস্টডিতে তুলেছি। তারা কখনও ক্ষমা পাওয়ার যোগ্য না।’
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমি অনেক দেশে গিয়েছি। যারা আমাকে চেনেন, তারা পথের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করেন, আপনারা সেই দেশের লোক, যে দেশের মানুষ জাতির পিতাকে হত্যা করে। লজ্জায় আমার মাথা নত হয়ে যায়। তবে আমি বলে আসতে পারি, আমরা তাদের ক্ষমা করিনি।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু ও তার পরিবারকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয়। সেই ১৫ আগস্ট, আবার কেউ জন্মদিন পালন করে। ঘটা করে জন্মদিনেই বোঝা যায়, এ হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত।’