Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন


২৮ আগস্ট ২০১৯ ১৮:৫৬

ঢাকা: পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) নতুন প্রধান হলেন পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

একই সঙ্গে পুলিশের বিশেষ শাখার উপ মহাপরিদর্শক (ডিআইজি) মাহবুব হোসেন ও বিশ্বাস আফজাল হোসেনকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) পদে বদলি করা হয়েছে।

ডিএমপির নতুন কমিশনার শফিকুল ইসলাম

এর আগে, চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গত ১৬ মে তাকে ঢাকা রেঞ্জের ডিআইজির পদ থেকে পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে পদায়ন করা হয়। তিনি বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৯ সালে পুলিশ সার্ভিসে যোগদান করেন।

ক্রিমিনাল বদলি সিআইডি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর