পাকিস্তানের মদদে কাশ্মিরে সংঘর্ষ: রাহুল গান্ধী
২৮ আগস্ট ২০১৯ ১০:৩৭
ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক টুইটার বার্তায় বুধবার (২৮ আগস্ট) দাবি করেছেন, যদিও কাশ্মির নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের সাথে তিনি একমত নন। তবে এ কথা তিনি স্পষ্ট করে জানাতে চান যে, কাশ্মির ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এবং এখানে সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের স্পষ্ট মদদ রয়েছে। খবর এনডিটিভির।
কাশ্মির নিয়ে বর্তমান বাস্তবতায় এই টুইট খুব গুরুত্বপূর্ন বার্তা বহন করছে। বিশেষত যখন রাহুল গান্ধী শনিবার (২৪ আগস্ট) কাশ্মিরে ঢুকতে না পেরে বিরোধীদলীয় প্রতিনিধিদল নিয়ে শ্রীনগর থেকে ফেরত এসেছেন। তারপর তিনি জম্মু ও কাশ্মিরের বিভিন্ন ইস্যুতে সরকারি পদক্ষেপের কড়া সমালোচনা করছেন।
টুইটারে রাহুল গান্ধী বলেন, অবশ্যই কাশ্মির ইস্যুটি ভারতের অভ্যন্তরীন একটি ব্যাপার। এখানে পাকিস্তান বা অন্য কোন বিদেশী রাষ্ট্রের কোন ধরনের হস্তক্ষেপ করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মিরে সংঘর্ষ আছে। সেই সংঘর্ষের মদতদাতা আর কেউ নয় বিশ্বে সন্ত্রাসের আতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান।
কংগ্রেস কাশ্মির টপ নিউজ টুইটার পাকিস্তান ভারত রাহুল গান্ধী সংঘর্ষ