Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে ঢুকতে পারেনি ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত


২৭ আগস্ট ২০১৯ ১৪:৪৪ | আপডেট: ২৭ আগস্ট ২০১৯ ১৮:৫২

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা নিধনে চলমান ‘চিরুনি অভিযান’ পরিচালনার সময় স্বাস্থ্যমন্ত্রীর বাড়িতে প্রবেশের অনুমতি পায়নি সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে রাজধানীর বারিধারা এলাকায় লার্ভা নিধন ও জনসচেতনতার লক্ষ্যে অভিযানে গিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী জাহিদ মালেকের বাড়িতে প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ আহসান।

বিজ্ঞাপন

নাহিদ আহসান বলেন, ‘অভিযানের শুরুতে বারিধারার পার্ক রোডে তিনটি বাড়ি পরিদর্শনের পর স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে যাই আমরা। সেখানে গিয়ে ওই বাড়িতে প্রবেশের অনুমতি চাইলে এ বিষয় কোনো সাড়া মেলেনি। বাড়ির গেইটে দায়িত্বরতরা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করলেও কোনো সাড়া মিলেনি বলে জানান তারা।’

তিনি আরও বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা সেখানে গিয়েছি। আমরা মন্ত্রীর বাড়ি টার্গেট করে যাইনি।তবে বাসায় ঢোকার অনুমতি চাইলে গেইটে দায়িত্বরতরা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কোনো অনুমতি মেলেনি বলে জানালে, আমরা সেখান থেকে চলে আসি।’

এ বিষয়ে জানতে চাইলে বাড়িতে দায়িত্বরত স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, ‘যেহেতু মন্ত্রী মহোদয় বাড়িতে নেই। তাই তার অনুমতি ছাড়া আমি কাউকে প্রবেশ করতে দিতে পারি না। এজন্য স্যারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু সম্ভব হয়নি। তাই অনুমতি দিতে পারিনি।’

বিজ্ঞাপন

এডিস মশার লার্ভা নিধনে বাড়িতে ভ্রাম্যামাণ আদালতের প্রবেশের অনুমতি বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর ব্যক্তিগত নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এডিস মশা ডিএনসিসি প্রবেশের অনুমতি ভ্রাম্যমাণ আদালত স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি