বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ, প্রেমিকের নামে মামলা
২৬ আগস্ট ২০১৯ ১৮:১৪ | আপডেট: ২৬ আগস্ট ২০১৯ ১৮:২০
নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সাইফুর রহমান (২৭) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় করিহাট থানায় নিজেই বাদী হয়ে মামলা করেছেন ওই ছাত্রী।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাইফুর রহমানের সঙ্গে দীর্ঘ ৭ বছর ধরে ওই কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক। তাদের মধ্যে যোগাযোগও নিয়মিত। গত শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে তারা একেসঙ্গে ঘুরতে বের হয়। সন্ধ্যায় সাইফুর রহমান ওই কলেজছাত্রীকে তার বাড়ীর একটি নির্মাণাধীন ঘরের ছাদে নিয়ে যায়। পরে, বিয়ের প্রলোভন দেখিয়ে সারারাত তাকে ধর্ষণ করেন সাইফুর। শনিবার (২৪ আগস্ট) ভোরে কৌশলে ওই কলেজছাত্রীকে বাড়ি পাঠিয়ে দিয়ে এরপর থেকে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন তিনি।
সাইফুরের সঙ্গে যোগাযোগ করতে না পেরে থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।
কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া জানান, কলেজছাত্রীর অভিযোগের ভিত্তিতে সাইফুর রহমানকে গ্রেফতারে অভিযান চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ওই ছাত্রীকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, পরীক্ষা শেষে ওই কলেজছাত্রীকে পুলিশি হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার প্রতিবেদন হাতে পাওয়ার পর, ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।