জুমার নামাজের পর কাশ্মিরে বিক্ষোভ, সংঘর্ষ
২৪ আগস্ট ২০১৯ ০৩:০৫
ভারত শাসিত কাশ্মিরের শ্রীনগরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ আগস্ট) সৌরা এলাকায় জুম্মার নামাজ শেষে হাজারও সাধারণ মানুষ বিক্ষোভ শুরু করেন।
বিক্ষোভ থেকে এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে শুরু করেন স্থানীয়রা। জবাবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। এতে অন্তত দুই বিক্ষোভকারী আহত হন।
প্রতিবেদক আমির পীরজাদার বরাত দিয়ে বিবিসি অনলাইন এসব তথ্য জানিয়েছে।
তবে সংঘর্ষে কতজন আহত হয়েছেন তার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। কারণ গ্রেফতার এড়াতে বেশিরভাগ আহত নাগরিকই হাসপাতালে যাননি।
তিন সপ্তাহ আগে গত ৫ আগস্ট জম্মু-কাশ্মিরের আংশিক স্বায়ত্বশাসন তুলে নেয় ভারত সরকার। এরপর থেকেই শুরু হয় উত্তেজনা।
১৯৪৯ সালে ভারতের সংবিধানে ৩৭০ ধারায় কাশ্মিরকে বিশেষ অঙ্গরাজ্যের স্বীকৃতি দেওয়া হয়েছিল। এতে কাশ্মিরের জনগণ বিশেষ কিছু সুবিধা পেত। যা তাদের নিরাপত্তা নিশ্চিতে করা হয়েছিল।
তবে মোদি সরকার সংবিধানের বিশেষ ওই ধারা বাতিল করে। এতে কাশ্মির নিয়ে নতুন করে সংকট শুরু হয়।
আরও পড়ুন: কাশ্মিরের ‘হারানো’ গৌরব ‘ফিরিয়ে আনা’র শপথ মোদির
কাশ্মিরের রক্তাক্ত ও কলুষিত অতীত