লন্ডনবাসীদের গোপনীয়তা শেখানোর ফেসবুক ক্যাফে
১৮ আগস্ট ২০১৯ ১২:৪৭ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ১৩:৪২
ফেসবুকের পক্ষ থেকে চলতি মাসের শেষদিকে লন্ডনে চালু করা হচ্ছে পপআপ ক্যাফে। লন্ডনের গ্রেট ইস্টfর্ন স্ট্রিটে অ্যাটেন্ডেন্ট ভবনের ভেতরে আগস্ট মাসের ২৮ ও ২৯ তারিখে চালু থাকবে এই ক্যাফে।
পর্যায়ক্রমে সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ পর্যন্ত যুক্তরাজ্য জুড়ে আরও পাঁচটি স্থানে ফেসবুক ক্যাফের মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তার ধারনা দেওয়া এবং প্রশ্নোত্তর পর্ব আয়োজন করবে ফেসবুক।
যেসব ব্যবহারকারীরা ফেসবুকের পপ আপ ক্যাফেতে গোপনীয়তা সংক্রান্ত বিভিন্ন ধারনা নিতে আসবে, তাদের জন্য নির্দিষ্ট তালিকা থেকে পানীয়ও সরবরাহ করবে ফেসবুক।
ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি এক জরিপ থেকে দেখা গেছে ২৭ শতাংশ লন্ডনের অধিবাসী জানেন না কিভাবে ফেসবুকে বিশেষায়িত গোপনীয়তা ব্যবহার করা যায়। তার ফলশ্রুতিতেই লন্ডনজুড়ে পপআপ ফেসবুক ক্যাফের মাধ্যমে ব্যবহারকারীদের গোপনীয়তা বিষয়ে ধারণা দেওয়ার উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।
উল্লেখ করা যায় যে, কেমব্রিজ স্ক্যান্ডালের পর থেকেই ফেসবুক তার ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তার ইস্যুতে তোপের মুখে পড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে ফেসবুককে।
প্রচলিত আছে, ফেসবুক তার ব্যবহারকারীদের মেসেঞ্জারের অডিও ক্লিপ গোপনে শুনে লিপিবদ্ধ করার জন্য কয়েকশ কন্ট্রাক্টরকে টাকার বিনিময়ে নিয়োগ দিয়ে রেখেছে। তাছাড়া ষড়যন্ত্র তত্ত্ব বিশ্লেষকেরা তো অনেক আগে থেকেই বলে আসছেন, ব্যবহারকারীদের ফোনের মাধ্যমে সব তথ্য শুনে ফেলে ফেসবুক।
সব প্রশ্ন আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেসবুকের পক্ষ থেকে ব্যবহারকারীদের সাথে সরাসরি গোপনীয়তা বিষয়ে আলোচনা শুরু হচ্ছে লন্ডন থেকে।