Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু


১৮ আগস্ট ২০১৯ ১২:৫৮

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছোট ভাই ইসরাইল হোসেনের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই ইসমাইল হোসেনের (৩৬) মৃত্যু হয়েছে। তারা উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

শনিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ইসরাইল ও তার স্ত্রী মধ্যে চলা বিবাদ নিরসনের জন্য শনিবার রাতে একটি পারিবারিক শালিসের আয়োজন করা হয়। শালিশে পক্ষপাতের অভিযোগে এনে রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে ইসরাইল হোসেন তার বড় ভাই ইসমাইল হোসেনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন ইসমাইল। দ্রুত তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১৮ আগস্ট) সকালে ইসমাইল মারা যান।

এঘটনার পর ইসরাইল পলাতক জানিয়ে ওসি বলেন, তাকে আটকের চেষ্টা চলছে।

ছোট ভাই ধারালো অস্ত্র বড় ভাই খুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর