Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগামী ৭ দিন খুবই চ্যালেঞ্জিং’


১৭ আগস্ট ২০১৯ ১৯:০৬

ঢাকা: স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা বলেছেন, ঈদের ছুটি শেষে সবাই আজ থেকেই ফেরা শুরু করবে ঢাকায়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী ৭ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং।

শনিবার (১৭ আগস্ট) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

ডা. সানিয়া তহমিনা বলেন, ‘আগামী ৭ দিন আমাদের জন্য খুবই চ্যালেঞ্জিং। আবহাওয়া আমাদের অনুকূলে নেই। এই ঘনবসতিপূর্ণ বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহর যেটা বিশ্বের সবচাইতে বেশি ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে একটি। আগামী ৭ দিনের মধ্যে আমরা যদি এডিস মশার দুর্গ ধ্বংস করতে না পারি এবং পরিবেশ যদি আমাদের অনুকূলে না থাকে তাহলে আমরা কিন্তু সমস্যায় পড়বো। তাও আমরা আশা করছি এই সময়ে আবহাওয়া আমাদের অনুকূলে থাকবে। এই সময়ে আমাদের সবার সর্বোচ্চ চেষ্টাও অব্যাহত থাকবে। আশা করছি সবাই মিলে যেভাবে চেষ্টা করে যাচ্ছে ও দিনরাত পরিশ্রম করছে তাতে এই পরিস্থিতির উন্নতি ঘটবে।’

তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের ৫টি মন্ত্রণালয় ও বিভাগ এবং আরও ৪টি সংস্থার সমন্বয়ে ই-ক্যাবের সহায়তায় ‘স্টপ ডেঙ্গু’ নামের একটি বিশেষায়িত মোবাইল অ্যাপ করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে যে কেউ সারা দেশের যেকোনো স্থানে মশার প্রজনন স্থান স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারবে, যা মশার প্রজনন স্থানের ম্যাপিং তৈরিতে সাহায্য করবে।’

কমছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ২৪ ঘণ্টায় ভর্তি ১৪৬০ জন

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা খুবই জরুরি। এছাড়াও কিছু কাজ আমরা করে যাচ্ছি। আশা করছি খুব দ্রুতই এই পরিস্থিতির উন্নতি হবে।’

বিজ্ঞাপন

বৈঠকে সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ ডা. তৌফিকুল ইসলাম কথা বলেন। অধিদফতরের কর্মকর্তারাও এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন।

টপ নিউজ ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর