Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হংকংয়ে প্রধান নির্বাহীর বাসভবন অভিমুখে স্কুল শিক্ষকদের পদযাত্রা


১৭ আগস্ট ২০১৯ ১৩:৪০ | আপডেট: ১৭ আগস্ট ২০১৯ ১৩:৫৪

বন্দি প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের বাসভবন অভিমুখে পদযাত্রা করেছে দেশটির শত শত স্কুল শিক্ষক। টানা ১১তম সপ্তাহে চলমান আন্দোলনে শনিবার (১৭ আগস্ট) পরবর্তী প্রজন্মকে বাঁচানোর তাগিদ থেকে হংকংয়ের স্কুল শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন। খবরে জানিয়েছে এ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ আন্দোলনের সাথে জড়িত ছাত্রদের সাথে সংহতি জানানোর জন্যেই আজ তারা রাস্তায় নেমেছেন। তারা সরকারকে আন্দোলনকারীদের সকল দাবি মেনে নিতে আহবান জানিয়েছেন।

বিজ্ঞাপন

তারা আরও জানিয়েছেন, সরকার এবং পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের উপর যে সহিংস আক্রমণ চালানো হয়েছে, তারপর আমরা আমাদের শিক্ষার্থীদের কথা ভেবে চুপ করে বসে থাকতে পারিনি। আমাদের মনে হয়েছে তাদের পাশে দাঁড়ানো দরকার।

শনিবার (১৭ আগস্ট) ভিক্টোরিয়া হারবারের কুউলন অংশে এই পদযাত্রা চলাকালীন, সরকারের পক্ষ থেকে আরেকটি পাল্টা পদযাত্রা ভিক্টোরিয়া হারবারের অন্য প্রান্তে সংগঠিত হচ্ছিল। রোববার (১৮ আগস্ট) গণতন্ত্রপন্থিদের পক্ষ থেকে আরেকটি বিশাল পদযাত্রা আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

এই আন্দোলন থেকে হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যামের পদত্যাগ, একটি গণতান্ত্রিক নির্বাচন এবং আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে।

কুউলন সিটি পুলিশের কমান্ডার ইয়েউং মান পুন বার্তাসংস্থা এপিকে জানিয়েছেন, এ ধরণের আন্দোলন সামাল দেওয়ার ক্ষমতা পুলিশের রয়েছে। আইন শৃংখলা পরিস্থিতির অবনতি রোধে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছে।

বিজ্ঞাপন

তবে, শেনযেন সীমান্ত ঘেঁষে চীনের সশস্ত্র প্যারামিলিটারি ফোর্সের মহড়া,স্টেডিয়ামে সেনা কর্মকর্তাদের মহড়া এবং সেনাবাহিনীর ট্রাক ও অন্যান্য সাঁজোয়া যানবাহনের অবস্থান নেওয়াকে কেন্দ্র করে হংকংজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ক্যারি ল্যাম চীন পদত্যাগ বন্দি প্রত্যর্পণ শিক্ষক শেনযেন হংকং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর