চট্টগ্রামে ঝর্ণার পানিতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
১৫ আগস্ট ২০১৯ ১৪:৫১ | আপডেট: ১৫ আগস্ট ২০১৯ ১৯:৩৬
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সংলগ্ন মিরসরাইয়ে পাহাড়ি ঝর্ণার পানিতে তলিয়ে যাওয়া তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মেহেদী হাসান।
নিখোঁজের আড়াই ঘণ্টা পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে মেহেদীর মরদেহ ডুবুরিরা উদ্ধার করেছেন।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের অফিসার শরীফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ডুবুরি দল তল্লাশি চালিয়ে নিখোঁজ তরুণকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানতে পারিনি। তার লাশ মিরসরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মিরসরাইয়ের বড় কমলদহ এলাকার রূপসী ঝর্ণায় বেড়াতে গিয়ে পা পিছলে পাহাড়ের ওপর থেকে পড়ে যান এই তরুণ।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট থেকে আরও ৪-৫ জন বন্ধুসহ মেহেদী হাসান ওই এলাকায় বেড়াতে গিয়েছিলেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আরও পড়ুন:
সীতাকুণ্ডে বেড়াতে গিয়ে ঝর্ণার পানিতে নিখোঁজ তরুণ