Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ২ জনের মৃত্যু


১৪ আগস্ট ২০১৯ ১৭:৪২

কিশোরগঞ্জ: এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের বাজিতপুরে দুই পক্ষের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন অন্তত ২০ জন।

বুধবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন শ্যামপুর গ্রামের আব্দুল কাদিরের ছেলে শরীফ (৩৫) ও একই গ্রামের লাহুত আলীর ছেলে ফোরকান (২৮)।

স্থানীয়রা জানিয়েছে, মাইজচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শ্যামপুর গ্রামের মো. বাক্কার মিয়ার সঙ্গে একই গ্রামের ফারুক মিয়ার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল।

বুধবার সকালে ইউপি সদস্য বাক্কার মিয়ার ছোট ভাই মোল্লাকে গ্রামের রাস্তায় পেয়ে পিটুনি দেয় ফারুক মিয়ার সমর্থকরা। মোল্লাা বাড়িতে গিয়ে মারপিটের বিষয়টি জানান।

এতে ক্ষিপ্ত হয়ে ইউপি সদস্য বাক্কার মিয়ার পক্ষের লোকজন এগিয়ে গেলে ফারুক মিয়ার লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ইউপি সদস্য বাক্কার মিয়ার পক্ষের ফোরকান ঘটনাস্থলেই মারা যান। এসময় অন্তত ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।

আহতদের মধ্যে ইউপি সদস্য বাক্কার মিয়ার ছোট ভাই শরীফকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া পেটে গুলিবিদ্ধ শাহ জামাল নামে একজনকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান পাটোয়ারী জানান, দুই পক্ষের সংর্ঘের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেন তারা। পরে পরিস্থিতির নিয়ন্ত্রণ নেওয়া হয়। এছাড়া নিহত দুইজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলৌ জানান তিনি।

বিজ্ঞাপন

আধিপত্য বিস্তার দুই পক্ষের সংঘর্ষ সংঘর্ষ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর