Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু


১৪ আগস্ট ২০১৯ ০৯:২৭

নওগাঁ: নওগাঁয় সড়ক দুর্ঘটনায় আকলিমা বেগম (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) রাত ৮টায় নওগাঁর মান্দায় এই দুর্ঘটনাটি ঘটে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত আকলিমা রাজশাহী জেলার তানোর উপজেলার মালশিয়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

মান্দা থানার ওসি সারাবাংলাকে জানান, আকলিমা বেগম রাতে মান্দা থেকে ভটভটি করে গ্রামের বাড়িতে যাচ্ছিল। এ সময় উপজেলার মহানগর নিজবাড়ি এলাকায় ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে আকলিমা বেগম গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নওগাঁ নারীর মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর