Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


১৩ আগস্ট ২০১৯ ১১:৫১

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (১২ আগস্ট) রাত ৮টার দিকে রায়পুর-ফরিদগঞ্জ সড়কে চরপাতার পাটওয়ারীর পোল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

রায়পুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত জাহিদ হোসেন রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার খোকন মিয়ার ছেলে ও শাহাদাত হোসেন ফরিদগঞ্জ উপজেলার সোলোয়মান হোসেনের ছেলে।

রায়পুর থানার এসআই আরফিন হোসেন সারাবাংলাকে জানান, সন্ধ্যার পর জাহিদ হোসেন রায়পুর থেকে মোটরসাইকেল নিয়ে ফরিদগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় রায়পুর-ফরিদগঞ্জ সড়কের চরপাতার পাটওয়ারীর পোল এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী শাহদাত হোসেনকে চাপা দেয়। এরপর দ্রুত পালাতে গিয়ে মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা খেয়ে দুমড়েমুচড়ে যায়। এ সময় মোটরসাইকেল আরোহী জাহিদ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত অবস্থায় পথচারী শাহাদাত হোসেনকে চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ আরও জানায়, দুর্ঘটনার খবর পেযে রাতেই জাহিদ হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দুইজনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনা লক্ষ্মীপুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর