প্রস্তুত জাতীয় ঈদগাহ
১১ আগস্ট ২০১৯ ২০:৪১ | আপডেট: ১২ আগস্ট ২০১৯ ০৯:০২
ঢাকা: আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহা। রাজধানীসহ সারাদেশের মুসল্লিরা যথাযথ মর্যাদায় কোরবানির ঈদ উদযাপন করবেন। ঢাকায় ঈদুল আজহার প্রথম জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
রোববার (১১ আগস্ট) বিকেলে সরেজমিনে দেখা গেছে, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা মাঠ পর্যবেক্ষণ করে যাওয়ার পর লাল কার্পেট ও চাদর বিছানোর কাজ চলছে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্টরা কর্মকর্তারা বলেন, মুষলধারে বৃষ্টি হলেও ঈদের নামাজ পড়তে কোনো সমস্যা হবে না। এ জন্য পুরো মাঠ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এরপরেই শামিয়ানা টানানো হয়েছে। পাঁচস্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মাঠ সাজানোর কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স পিয়ারু-সর্দার অ্যান্ড সন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোজাম্মেল হক এ প্রসঙ্গে সারাবাংলাকে জানান, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যরা মাঠ ঘুরে দেখে গেছেন। এখন লাল কার্পেট ও চাদর বিছানোর কাজ চলছে। আজ রাতেই শেষ হবে। রাতেই সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে মাঠ।
তিনি আরও জানান, প্যান্ডেল, গেট, ওজুখানা, মোবাইল টয়লেট, মহিলাদের জন্য নামাজের জায়গা, রাষ্ট্রপতি যেখানে নামাজ পড়বেন- সব কাজ শেষ হয়ে গেছে। মুষলধারে যদি বৃষ্টি হয়, মুসল্লিরা একবার প্যান্ডেলে প্রবেশ করতে পারলে নামাজ পড়তে কোনো সমস্যা হবে না। এ ছাড়া প্যান্ডেলের বিভিন্ন পয়েন্টের পাঁচটি অংশে ড্রেনের ব্যবস্থা রয়েছে। পানি পড়লে সেসব দিয়ে পানি বের হয়ে যাবে। পানি জমার কোনো আশঙ্কা নেই।
মাঠের ভেতরে দেখা গেছে, পরিচ্ছন্নতাকর্মী ও ডেকোরেশনের লোকজন শেষ মুহূর্তের কাজগুলো করছেন। ডিএমপির পক্ষে বিভিন্ন সাইনবোর্ড লাগানো হয়েছে। যেখানে ব্যারিকেড ব্যবস্থাপনা, ভিআইপি কার পার্কিং, ডাইভারশন, যানবাহনমুক্ত সড়কের নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এইচএ/একে