Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে যানজটের কারণে ওবায়দুল কাদেরের দুঃখপ্রকাশ


১১ আগস্ট ২০১৯ ১৩:১৪ | আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৬:৫৪

ঢাকা: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশে যানজট ও দুর্ভোগের জন্য দুঃখপ্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে ঈদযাত্রার অন্যান্য রুটে স্বাভাবিক যাত্রা অব্যাহত ছিল বলেও জানান তিনি। ঘরমুখো মানুষের বাড়ি ফেরা স্বস্তিদায়ক ছিল বলে আবারও মন্তব্য করেন মন্ত্রী।

রোববার (১১ আগস্ট) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘সারাদেশে ঈদযাত্রা স্বস্তিদায়ক ভাবে হচ্ছে। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু পার হয়ে নকলা সেতু পর্যন্ত যানজট এবং কখনো ধীরগতি গতকাল থেকে ছিল, আজকেও আছে। দুপুরের পরে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে।’

ঢাকা-এলেঙ্গা মহাসড়ক চার লেন, কিন্তু গাড়িগুলো যখন চার লেন থেকে দুই লেনের সড়কে নামছে তখনই মূলত যানজটের সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী।

তবে টাঙ্গাইলে অংশে যাত্রীদের এই দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেন ওবায়দুল কাদের।

রোববার সায়েদাবাদ টার্মিনালে অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে ১২ টি পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলেও এসময় সাংবাদিকদের জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের টাঙ্গাইলে যানজট ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দুঃখ প্রকাশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর