বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশন বৈঠক বৃহস্পতিবার
৭ আগস্ট ২০১৯ ১৫:৪৫
ঢাকা: নয় বছর পর অভিন্ন নদ-নদীর পানি বণ্টন নিয়ে যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার এবং ভারতের পক্ষে ওই দেশের পানি সম্পদ সচিব উপেন্দ্র প্রসাদ সিং নেতৃত্ব দেবেন।
বুধবার (৭ আগস্ট) পানি সম্পদ মন্ত্রণালয়ের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
পানি সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন পরে এ বৈঠকে বাংলাদেশের ছয়টি এবং ভারতের চারটি এজেন্ডা থাকবে। বৈঠকে গঙ্গা ব্যারেজ নির্মাণে প্রাক সাম্ভব্যতা যাচাইয়ে যৌথ সিদ্ধান্ত চাইবে বাংলাদেশ। পাশাপাশি দুধ কুমার, ধরলা, খোঁয়াই, মনু, মহুরী গোমতী এই ছয় নদ- নদীর পানি বণ্টনের বিষয় স্থান পাবে আলোচনায়। এছাড়া তিস্তা থাকবে গতানুগতিক আলোচনায়। এর বাইরে সর্বশেষ দিল্লিতে অনুষ্ঠিত এ সংক্রান্ত বৈঠকে যেসব আলোচনা হয়েছিল তা পর্যালোচনা করা হবে।
পানি সম্পদ মন্ত্রণালয় সূত্র আরও জানায়, দীর্ঘদিন জেআরসির বৈঠক না হওয়ায় অমীমাংসিত অনেক বিষয় ঝুলে আছে। এবার সেসব সমাধানের চেষ্টা থাকবে বৈঠকে।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালে ভারতের রাজধানী দিল্লিতে যৌথ নদী কমিশনের (জেআরসি) মন্ত্রি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে তিস্তার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নে দুই দেশ ঐক্যমতে পৌঁছলেও শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ পায়নি।