Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৪ ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের প্রতিশ্রুতি খোকনের


৭ আগস্ট ২০১৯ ১৪:৪৪ | আপডেট: ৭ আগস্ট ২০১৯ ১৪:৫৭

ঢাকা: ঈদুল আজহায় কোরাবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন। পাশাপাশি এ লক্ষ্যে দ্রুত কাজ করার জন্য পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) দুপুরে ডিএসসিসির নগর ভবনে কোরবানির বর্জ্য দ্রুত ব্যবস্থাপনার লক্ষ্যে দিক নির্দেশনামূলক সভায় উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের মেয়র এ নির্দেশ দেন।

বিজ্ঞাপন

কর্মীদের উদ্দ্যেশে ডিএসসিসি মেয়র বলেন, ‘গত বছরের ঈদে আমরা ২৪ ঘণ্টায় কোরবানির পশুরু বর্জ্য অপসারণে সফল হয়েছিলাম। এবার কি পারব? সবাই হাত তোলেন। ’

এসময় পরিচ্ছন্নতাকর্মীরা হাত তুললে তিনি তাদের ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ দেন। সেইসঙ্গে নগরবাসীকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমরা এবারও প্রতিশ্রুতি দিচ্ছি ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করব।’

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে ৫টি জায়গায় পশু কোরবানির জন্য নির্ধারিত স্থান রয়েছে। ডিএসসিসি এলাকায় সর্বমোট ৩৩৯টি স্থান নির্ধারণ করা হয়েছে। সেখানে প্যান্ডেল, পানি, ইমাম সাহেবসহ যাবতীয় ব্যবস্থা রাখা হবে। আপনারা অনুগ্রহ করে সেখানে পশু কোরবানি করবেন। যদি সেখান কোনো কারনে সম্ভব না হয় তাহলে যেখানেই কোরবানি করবেন সেখানে পানি কিংবা রক্ত জমতে দেবেন না। পশুর রক্ত পানি দিয়ে ধুয়ে সেখানে ব্লিচিং পাউডার দিয়ে দিতে হবে। এছাড়াও সিটি করপোরেশনের পক্ষ থেকে সবাইকে বড় ব্যাগ দেওয়া হবে। সেই ব্যাগে বর্জ্য ঢুকিয়ে নির্ধারিত স্থানে রাখবেন। আমাদের পরিচ্ছন্নতাকর্মীরা গিয়ে বর্জ্য সংগ্রহ করে নিয়ে আসবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। যদি কোরবানির বর্জ্য, পানি, রক্ত ইত্যাদি অপসারণ না করা হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।’

সাঈদ খোকন বলেন, কারও এলাকায় যদি বর্জ্য থেকে যায় তাহলে তিনি আমাদের হটলাইনে (০৯৬১১০০০৯৯৯) ফোন দেবেন। হটলাইনে অপারেটররা আপনার বাসাবাড়ি কিংবা এলাকায় পরিচ্ছন্নতাকর্মী পাঠিয়ে দেবেন। এছাড়াও বর্জ্য অপসারণের সার্বিক কাজ ফেসবুকে তদারকি করা হবে।

সভায় ডিএসসিসির কর্মচারী-কর্মকর্তাসহ সব ওয়ার্ডের পুরুষ ও মহিলা পরিচ্ছন্নতাকর্মী এবং পরিবহন চালকরা উপস্থিত ছিলেন।

অপসারণ কোরবানি ডিএসসিসি পশুর বর্জ্য সাঈদ খোকন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর