Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মান্দায় ইয়াবাসহ কলেজের অধ্যক্ষ আটক


৭ আগস্ট ২০১৯ ০০:৫৯

নওগাঁর মান্দায় ইয়াবাসহ রুস্তম আলী (৪২) নামে কলেজের এক অধ্যক্ষকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে উপজেলার গোসাইপুর মোড় থেকে আটক করা হয়।

আটক রুস্তম আলী নওগাঁ সদর উপজেলার পাহাড়পুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে। তিনি মান্দা এস.সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, পুলিশের কাছে আগে থেকেই তথ্য ছিল রুস্তম আলী মাদক সেবন করতেন। এমন সংবাদের ভিত্তিতে বিকেলে কলেজ থেকে বাসায় ফেরার পথে উপজেলার গোসাইপুর মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

অধ্যক্ষ ইয়াবা নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর