ডেঙ্গু নিয়ে রাজনীতিবিদরা ‘ব্লেইম গেম’ খেলছে: ক্যাব
৫ আগস্ট ২০১৯ ১৬:১৪ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ১৬:২৪
ঢাকা: ডেঙ্গু নিয়ে রাজনীতিবদরা ‘ব্লেইম গেম’ খেলছে বলে মন্তব্য করেছেন কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র সভাপতি গোলাম রহমান। তিনি বলেন, ‘ডেঙ্গু নিয়ে রাজনীতিবিদিরা ব্লেইম গেম খেলছে। একে অপরকে দোষারোপ করছে। কিন্তু তারা তেমন কোনো কাজ করছে না। সরকার ও সিটি করপোরেশন চেষ্টা করছে। কিন্তু তেমন কোনো বড় সফলতা অর্জন করতে পারেনি। এ জন্য ডেঙ্গু মোকাবিলায় দরকার সম্মিলিত প্রচেষ্টা।’
সোমবার (৫ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ডেঙ্গু মশার ভয়াবহতা রোধে করণীয় শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ হাউজ অ্যান্ড ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
গোলাম রাহমান বলেন, ‘ডেঙ্গুতে প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। অনেকেই বলছেন সড়ক দুর্ঘটনায় এর চেয়ে বেশি মানুষ মারা যায়। কিন্তু ১৬ কোটি মানুষই এখন আতঙ্কে আছি। আমরা শঙ্কায় আছি। সরকার ও সিটি করপোরেশন চেষ্টা করছে। কিন্তু বড় কোনো সফলতা অর্জন করতে পারেনি। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন, ‘আমরা যদি বাড়িঘর দোকানপাট পরিষ্কার রাখি তাহলে এডিস মশা বিস্তার লাভ করতে পারবে না। আগামী বছর যেন ডেঙ্গুর প্রাদুর্ভাব না থাকে সেজন্য এখনই প্রস্তুতি নিতে হবে। এছাড়া কোনো সংকট যেন না থাকে কর্তৃপক্ষকে সেই ব্যবস্থা নিতে হবে।’
দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘আসুন আমরা সবাই মিলে আগামী শুক্রবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এডিস মশার জন্মস্থানগুলো চিহ্নিত করে নিজ উদ্যোগে পরিষ্কার করি। নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই। আমরা জেনেছি সিটি করপোরেশন এডিস মশার কার্যকর ওষুধ আমদানি করছে। আমাদের আহ্বান এই ওষুধগুলো স্বল্পমূল্যে ফ্ল্যাট, বাড়ি, মার্কেট ও সকল স্থাপনায় সরবরাহ করুন। তাহলে আমরা নিজেরাই এডিস মশা রোধে কার্যকর ভূমিকা রাখতে পারব।’
সংগঠন তিনটি ‘আমার ফ্ল্যাট আমার বাড়ি, নিজ দায়িত্বে এডিস মারি, এডিস মুক্ত বাড়ি ঘর, হবে না ভাই ডেঙ্গুজ্বর’ এই স্লোগানকে সামনে রেখে আগামী ৯ আগস্ট সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পরিচ্ছন্নতা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এই সময়ে সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি, দোকান-পাট ও আশেপাশের এলাকা পরিচ্ছন্ন করার আহ্বান জানিয়েছে তারা। এছাড়াও সচেতনতা তৈরির লক্ষ্যে তারা ৬, ৭ ও ৮ আগস্ট রাজধানীর উত্তরা, শান্তিনগর, ও লালবাগ এলাকায় লিফলেট বিতরণ করবে।