Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম আ.লীগের নেতা মাসুম গ্রেফতার


৪ আগস্ট ২০১৯ ২৩:০০ | আপডেট: ৫ আগস্ট ২০১৯ ০৮:৩১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ‘বিতর্কিত’ আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (৪ আগস্ট) রাতে রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। দিদারুল আলম মাসুম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার সারাবাংলাকে জানান, মহানগর ছাত্রলীগের নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মাসুমকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রামের ‘বিতর্কিত’ আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের ব্যক্তিগত দু’টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়। পরে শনিবার (৩ আগস্ট) দুপুরে থানায় গিয়ে ব্যক্তিগত অস্ত্রগুলো জমা দেন মাসুম।

লাইসেন্স বাতিলের পর থানায় গিয়ে অস্ত্র জমা দিলেন সেই আ.লীগ নেতা

উল্লেখ্য, ২০১৩ সালে হেফাজতে ইসলামের উত্থানের সময় চট্টগ্রাম নগরীর লালখান বাজার মোড়ে দিদারুল আলমের অস্ত্র উঁচিয়ে গুলি করার একটি ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে আলোচনায় আসেন তিনি।

অস্ত্র টপ নিউজ দিদারুল আলম মাসুম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর