Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষককে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যানের কারাদণ্ড


১ আগস্ট ২০১৯ ১৯:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট: বাগেরহাটে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে দায়িত্বরত এক শিক্ষককে মারধরের মামলায় রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বাবুলকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুরে বাগেরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগম এই আদেশ দেন।

একইসাথে আদালত আসামিকে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড প্রদানের আদেশ দেন। এ সময় আসামি বাবুল কাঠগড়ায় উপস্থিত ছিলেন। বাগেরহাট আদালতের সহকারি কৌসুলী খান নজরুল ইসলাম সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, বিগত ২০১৪ সালের ১৪ জুন নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রমে তথ্য সংগ্রহ করছিলেন রামপাল উপজেলার বড় কাটালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেগম খাদিজা ইয়াসমিন। এ সময় ভোটার তালিকায় ভুয়া ভোটারদের নাম অন্তর্ভুক্ত করতে বলেন পেড়িখালী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল। শিক্ষক খাদিজা ইয়াসমিন এতে অসম্মতি জানালে চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। পরে নির্বাচন কমিশনের নির্দেশে স্কুল শিক্ষকের স্বামী মো. রবিউল আলম ২০১৪ সালের ১০ জুলাই চেয়ারম্যান বাবুলকে আসামি করে রামপাল থানায় মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো