Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের পর হত্যা, চাচার মৃত্যুদণ্ড


১ আগস্ট ২০১৯ ১৮:৫৮ | আপডেট: ১ আগস্ট ২০১৯ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় আপন ভাতিজিকে ধর্ষণের পর হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত আসামিকে আদালত এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মার্চ আসামি নুর মোহাম্মদ তার আপন ভাতিজি নবম শ্রেণীর ছাত্রী আমেনাকে (১৪) ধর্ষণ করে হত্যার পর বাড়ির পাশের একটি খালে ফেলে দেয়। পুলিশ লাশ উদ্ধারের পর থানায় মামলা দায়ের করে এবং নুর মোহাম্মদকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সে আদালতে দণ্ডবিধির ১৬৪ ধারায় ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করেন। এ ঘটনায় পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করার পর দীর্ঘ সাক্ষ্য ও জেরার ভিত্তিতে আসামির অপরাধ প্রমাণিত হলে বিচারক এ রায় দেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপক্ষে নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইব্যুনালের পিপি আব্দুর রাজ্জাক খান বাদশা ও আসামিপক্ষে এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস মামলা পরিচালনা করেন।

বিজ্ঞাপন

আরো