Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহজালালে বিপুল পরিমাণ মোবাইল, সিগারেট ও ওষুধ জব্দ


৩১ জুলাই ২০১৯ ২২:১৬

ঢাকা: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, সিগারেট ও আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম।

তিনি জানান, সকাল ১১টার দিকে কুয়েত থেকে কেইউ ফ্লাইট যোগে আসা তিন যাত্রীর কাছ থেকে এমআই ও স্যামস্যাং ব্যান্ডের ২৩৬টি মোবাইল, ৬৮ হাজার ৮০০ ইজি ও ডানহিল ব্র্যান্ডের সিগারেট শলাকা এবং আমদানি নিষিদ্ধ ভিগা ১২৯টি ও ৯০০ পিছ ভায়াগ্রা জব্দ করা হয়েছে। যাত্রীরা হলেন, রাসেল আহমেদ ভুইয়া, মোতালেব এবং নূর করিম।

সহিদুল ইসলাম জানান, বিমানে আসা যাত্রীদের মাধ্যমে নিষিদ্ধ পণ্যের একটি চালান আসবে- এমন সংবাদের ভিত্তিতে প্রস্তুত থাকে শুল্ক গোয়েন্দা। এরপর ফ্লাইটে আসা যাত্রীদের ওপর নজর রাখা হয়। একপর্যায়ে ওই তিন যাত্রীকে শনাক্ত করে নজরদারিতে রাখা হয়। এরপর গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মোবাইল, সিগারেট এবং অমাদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।

কাস্টমস আইন অনুয়ায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

ওষুধ জব্দ মোবাইল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিগারেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর