আসামে ৩ জেএমবি সদস্য আটক, অস্ত্র ও গুলি উদ্ধার
৩১ জুলাই ২০১৯ ১৪:০৬ | আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৪:১৭
আসামের বারপেটা জেলা থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে আটক করেছে পুলিশ। ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে, মঙ্গলবার (৩০ জুলাই) পুলিশের এক বিশেষ অভিযানে তারা আটক হয়। খবর ইয়াহু নিউজের।
আসামের বারপেটা জেলার পুলিশ সুপার (এসপি) রবিন কুমার ইয়াহু নিউজকে জানান, অনেকদিন ধরেই জেএমবি সদস্যদের উপর গোপনে নজর রাখছিল জেলা পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে প্রথমে হাফিজুর রহমান নামে একজনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কয়াকুচি এলাকা থেকে শরিফুল ইসলাম ও ইয়াকুব আলী নামের আরও দুইজন জেএমবি সদস্যকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃত জেএমবি সদস্যদের কাছ থেকে একটি দেশে বানানো পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।