Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর সীমান্তে স্প্লিন্টারবিদ্ধ বিজিবি হাবিলদার মারা গেছেন


২৯ জুলাই ২০১৯ ১২:২৭

ঢাকা: যশোরে মাদকবিরোধী অভিযানে চোরাকারবারিদের ছোড়া ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাবিলদার মো. আকমল হোসেন মারা গেছেন।

সোমবার (২৯ জুলাই) সকাল সোয়া ৯টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা সারাবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার (২৬ জুলাই) রাতে যশোরের পাঁচ ভূলোট সীমান্তে তিনি মারাত্মকভাবে জখম হন। হাবিলদার মো. আকমল হোসেনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার খোর্দ্দকোমরপুর গ্রামে।

মোহসীন রেজা বলেন, বিজিবি’র ব্যবস্থাপনায় এই বীর সদস্যের মরদেহ তার স্বজনদের কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদকবিরোধী অভিযানে হাবিলদার মো. আকমল হোসেন গুরুতর আহত হয়েছিলেন। অভিযানে একজন মাদক চোরাকারবারি নিহত হয়। চারজনকে আটক করা হয়। এ সময় বিজিবি সদস্যরা ৩শ’ বোতল ফেনসিডিল ও তিনটি ককটেল উদ্ধার করেন।

ককটেল বিজিবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর