নারায়ণগঞ্জে সংঘর্ষে নিহত ১, আহত ৫
২৮ জুলাই ২০১৯ ০৩:৩৬ | আপডেট: ২৮ জুলাই ২০১৯ ০৩:৩৮
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ মাদ্রাসা এলাকায় তুচ্ছ ঘটনায় শাকিল নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। এ সময় শাকিলকে বাঁচাতে গেলে সন্ত্রাসীরা কুপিয়ে আরও ৫ জনকে জখম করে। আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেলে ও অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার রাত পৌনে এগারোটায় দেওভোগ মাদ্রাসা হাসেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাকিল দেওভোগ পূর্বনগর এলাকার মৃত আমান উল্লাহর ছেলে।
আহতদের স্বজন ও এলাকাবাসী জানান, ‘স্থানীয় পানি ব্যবসায়ী সজিব মোটরসাইকেল যোগে শহরের দুই নম্বর রেলগেইট এলাকা থেকে বাংলাবাজার এলাকার বাসায় ফিরছিলেন। এসময় তিনি হাসেমবাগ এলাকা অতিক্রমকালে তুহিন, নিক্সন ও চান্দু সহ এলাকার কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে রাস্তায় অবস্থান করতে দেখেন। এতে মোটরসাইকেলের হেড লাইটের আলো তাদের চোখে পড়লে তারা ক্ষিপ্ত হয়ে সজিবের মোটরসাইকেল থামিয়ে হেডলাইটটি ভেঙ্গে ফেলে। এ নিয়ে সজীবের সাথে কথাকাটি শুরু হলে তুহিন তার সহযোগীদের নিয়ে সজিবকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। এ সময় সজিবকে বাঁচাতে স্থানীয় লোকজন এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও এলাপাতাড়ি কোপায়। এতে শাওন, সজীব, সুভাষ এবং অজ্ঞাত এক পথচারী সহ আহত হন পাচঁজন। পরে গুরতর অবস্থায় শাকিলসহ দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়। অন্যান্যদের নারায়ণগঞ্জ সদরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।’
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে এবং হামলাকারীদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।’