Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইটক্লাবের ব্যালকনি ধসে ২ জনের মৃত্যু


২৭ জুলাই ২০১৯ ১০:২৩

দক্ষিণ কোরিয়ায় একটি নাইটক্লাবের ব্যালকনি ধসে ২ জন মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। রোববার (২৭ এপ্রিল) গোয়াংজু শহরে এই ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলের পাশেই অবস্থিত অ্যাথলেট ভিলেজ। কয়েকজন অ্যাথলেটও এতে আহত হয়েছেন। তবে তারা আশঙ্কামুক্ত। খবর বিবিসির।

এসময় অন্তত ৩৭০ জন নাইটক্লাবটিতে ছিলেন। মৃত দুজনই দক্ষিণ কোরিয়ার নাগরিক বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আহত অ্যাথলেটরা এই ঘটনাকে ভয়াবহ বলে উল্লেখ করেছেন। মার্কিন ওয়াটার পোলো খেলোয়াড় ক্রিস্টোফার রামসি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেন, আমাদের নারী ও পুরুষ দল তাদের চ্যাম্পিয়নশিপের জয় উদযাপন করছিল, তখনই এমনটা ঘটলো। ভুক্তভোগী ও সবার পরিবারে প্রতি আমাদের সমবেদনা।

সুইমিংপুল ও পানিতে খেলা বিষয়ক আন্তর্জাতিক সংগঠন ফিনা এই দুর্ঘটনায় শোক জানিয়েছে।

দক্ষিণ কোরিয়া নাইটক্লাব

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর