Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুপনগরে জঙ্গি আস্তানায় অভিযানে আটক ৩


২৭ জুলাই ২০১৯ ০৭:১০ | আপডেট: ২৭ জুলাই ২০১৯ ১২:৩৩

ঢাকা: রাজধানীর রুপনগর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের ৩ জনকে আটক করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট। এরা হলো, আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, কিবরিয়া ও আহম্মদ আলী।

শনিবার (২৭ জুলাই) ভোর ৪ টার দিকে রুপনগর আবাসিক এলাকার ২৮ নম্বর রোডের ২৩ নম্বর বাড়ি থেকে তাদের আটক করা হয়। অ্যান্টি টেরোরিজম ইউনিটের বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আটকরা জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। গোপন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে রুপনগরের ওই বাসায় গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বিস্ফোরন ঘটায়। এমনকি তারা দেশীয় অস্ত্রসহ আক্রমন করলে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা সাত রাউন্ড গুলি করতে বাধ্য হয়।’

মাহিদুজ্জামান আরও বলেন, ‘জঙ্গিদের দায়ের কোপে পুলিশের তিনজন সদস্য আহত হয়। পুলিশের গুলিতে জাকারিয়া গুলিবিদ্ধ হয়। বাসা হতে দেশীয় অস্ত্র, বিস্ফোরনের ধ্বংসাবশেষ এবং বিপুল পরিমাণ জিহাদি বই-পুস্তক উদ্ধার করা হয়েছে।’

পুলিশ জানিয়েছে, ‘তিনজন জঙ্গি ছাড়াও ওই বাসা থেকে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে আরও কমপক্ষে দুজন জঙ্গি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাদের নাম পরিচয়সহ বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে।’

আরও পড়ুন: বিয়ের বাড়িতে ডাকাত: নববধুসহ আহত-৬

অ্যান্টি টেরোরিজম ইউনিট জঙ্গি আটক টপ নিউজ পুলিশ আহত রাজধানী ঢাকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর