Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই মাইক্রোবাসের সংঘর্ষ, মা-মেয়ের মৃত্যু


২৬ জুলাই ২০১৯ ১৯:৪১

সিলেট: সিলেটে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে আরেকটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তিনজন।

শুক্রবার (২৬ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

অটোরিকশায় মিনিবাসের ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীসহ তিনজনের

সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, নিহতরা হলেন-উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের হাজরাই গ্রামের আমীর আলীর স্ত্রী আসমা বেগম (৩০) ও তার মেয়ে আনিসা হাবিবা (৩)। এসময় নিহত আসমার আরেক মেয়ে জান্নাত (১৬) গুরুতর আহত হয়েছে।

অন্য আহতরা হচ্ছেন- শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০)।

বরযাত্রীবাহী মাইক্রোবাসটি সিলেটের জালালাবাদ থানার যুগীরগাও গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে বিশ্বনাথ উপজেলায় যাচ্ছিল বলে জানান ওসি। সেটি লালাবাজারে পৌঁছলে উল্টো দিক থেকে আসা আরেকটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও তার তিন বছরের শিশু সন্তান।

সারাবাংলা/এসএমএন

টপ নিউজ মা-মেয়ের মৃত্যু মাইক্রোবাস দুর্ঘটনা