Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের সর্বোচ্চ ভবন হতে যাচ্ছে জেদ্দা টাওয়ার


৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৫৬

 আন্তর্জাতিক ডেস্ক

ছবির স্থাপনাটি কিছুদিন পরই বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা পেতে চলেছে। ২০২০ সাল নাগাদ সৌদি আরবের মরুভূমিতে মাথা উঁচু করে দাঁড়াবে ভবনটি। যার নাম দেওয়া হয়েছে ‘জেদ্দা টাওয়ার’। উচ্চতা হবে ৩ হাজার ২ শ ৮০ ফুট বা ১ হাজার মিটার।

একই সঙ্গে টাওয়ারটি দুবায়ের বুর্জ-আল খলিফার কাছ থেকে ছিনিয়ে নেবে বিশ্বের সর্বোচ্চ টাওয়ারের খেতাব। যার উচ্চতা ২৩৬ ফুট বা ৭২ মিটার।

বিশ্বের সর্বোচ্চ এ ভবনটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে এক দশমিক চার বিলিয়ন ডলার।

 

 

সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদেনে বলা হয়েছে এখন পর্যন্ত ভবনটির ২৫২ মিটার উচ্চতা পর্যন্ত কাজ করা শেষ হয়েছে। বাকি কাজ ২০২০ সালের মধ্যে শেষ হবে।

ভবনটি ঘিরে জেদ্দা শহরে ৫৭ মিলিয়ন স্কয়ার ফিটের আবাসিক ও বাণিজ্যিক এলাকা গড়ে তোলা হবে।

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর