Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে প্রবাসীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে


২২ জুলাই ২০১৯ ১৭:৩৫

ঢাকা: সিলেট সিটি করপোরেশনের নামে রাস্তা তৈরি করতে এক প্রবাসীর বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদের বিরুদ্ধে। ৬০ বছর ধরে ওই বাড়ির লোকজন লন্ডনে বসবাস করছেন। বাড়ির মালিক এ নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা বোর্ড টানালেও সেটি ভেঙে ফেলে কাউন্সিলরের লোকজন। কাউন্সিলর নিজেও হাতুড়ি দিয়ে ওই বাড়ির দেয়াল ভাঙেন। পরে মেয়র আরিফুল হকের সঙ্গে কথা বলে আবার বাড়ির সীমানা প্রাচীর তৈরি করেন ওই প্রবাসী।

বিজ্ঞাপন

রোববার (২১) জুলাই রাতে আবার সেই সীমানা প্রাচীর ভেঙে ফেলে কাউন্সিলরের লোকজন। সিসিটিভি ফুটেজ দেখা গেছে, সিলেট নগরীর শিবগঞ্জের আরামবাগ এলাকার ওই বাড়িতে মোটরসাইকেলে করে কাউন্সিলরের লোকজন রাতের আঁধারে সীমানা প্রাচীর ভেঙে চলে যাচ্ছে।

বাড়ির মালিক লন্ডন প্রবাসী আফিয়া আদমজী জানান, গত বছরের ডিসেম্বর থেকে তার বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দখলে নেওয়ার চেষ্টা শুরু করতে থাকেন স্থানীয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিষয়টি প্রথমে সিটি করপোরেশনে অভিযোগ দিয়েছেন। তাতেও কাজ না হওয়ায় উচ্চ আদালতে গিয়েছিলেন। এরপর উচ্চ আদালতের নির্দেশনা বোর্ড টানিয়ে দেন বাড়িতে। সেই নির্দেশনাটিও কাউন্সিলরের লোকজন উপড়ে ফেলে।

এসব অভিযোগ নিয়ে কাউন্সিলর আজাদুর রহমান আজাদের কাছে জানতে চাইলে তিনি সারাবাংলাকে বলেন, ‘উন্নয়নের স্বার্থে তারা প্রয়োজন হলে এভাবেই কাজ করেন। এজন্য আগে কাউকে চিঠি দেওয়া হয় না।’ বসে সিদ্ধান্ত নিয়েই কাজ শুরু করেন বলেও জানান তিনি।

আফিয়া আদমজীর অভিযোগ কাউন্সিলর আজাদ রহমান আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হওয়ায় তার বিরুদ্ধে থানায় মামলা নেয়নি। এ জন্য আদালতে গিয়েছিলেন তিনি। সেই আদালতকেও মানেননি কাউন্সিলর আজাদ।

আদালত অবমাননার বিষয়টি দুএকদিনের মধ্যে তারা হাইকোর্টের নজরে আনবেন।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসী আফিয়া মনে করেন তিনি ন্যায় বিচার পাবেন। আফিয়া বলেন, ‘নগরীর মজুমদার পাড়ায় ১৯৬৬ সালে তার বাবা জায়গাটি কিনে ১৯৬৯ সালে বাড়ি নির্মাণ করেন। গত ৬০ বছর ধরে তারা যুক্তরাজ্যে বসবাস করে আসছেন। প্রায়ই তারা লন্ডন থেকে মা-বাবার স্মৃতি বিজড়িত এইবাড়িতে বেড়াতে আসেন। এ বাড়িটির কোথায় সিটি করপোরেশনের রাস্তা নেই। তবু সিটি করপোরেশনের নাম নিয়ে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই স্থানীয় কাউন্সিলর সীমানা প্রাচির ভেঙে রাস্তা নির্মাণ শুরু করেন।’

বিজ্ঞাপন

গত বছরের ১৩ ডিসেম্বর কাউন্সিলর আজাদ হ্যামার নিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু করেন। এরপর আবার সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে বাধার মুখে পড়ে নাফিয়া। নিজের বাবা-মায়ের স্মৃতি বিজড়িত বাড়ি রক্ষার জন্য এখন সিলেটে রয়েছেন আফিয়া।

সারাবাংলা/এসএ/এমআই

প্রবাসী বাড়ি দলখ সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর