Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় গণপিটুনিতে হত্যা: তিন আসামি চার দিনের রিমান্ডে


২২ জুলাই ২০১৯ ১৫:৫৪ | আপডেট: ২২ জুলাই ২০১৯ ১৬:১১

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় গণপিটুনিতে নারীকে হত্যা মামলায় তিন যুবককে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। সোমবার (২২ জুলাই) ঢাকা মহানগর হাকিম ধীমান চন্দ মণ্ডল এই আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অপর দিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। রিমান্ড যাওয়া আসামিরা হলেন, বাচ্চু, শাহীন ও বাপ্পী।

বিজ্ঞাপন

এই মামলার আরেক আসামি জাফর ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এর আগে গত ২১ ও ২২ জুলাই রাতে মোবাইল ফুটেজ দেখে আসামিদের গ্রেফতার করা হয়।

আরও পড়ুন
গণপিটুনি: অল্পের জন্য রক্ষা পেলেন ইমরান
বাড্ডায় গণপিটুনিতে নারী হত্যা: আটক ৩

সারাবাংলা/এআই/এটি

গণপিটুনি টপ নিউজ বাড্ডায় নারীর মৃত্যু হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর