Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জের শিশু আলিফ হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড


২২ জুলাই ২০১৯ ১৫:২১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের জল্লারপাড়া এলাকার শিশু শিহাব উদ্দিন আলিফ হত্যা মামলায় একমাত্র আসামি অহিদকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ বিশেষ ট্রাইবুনাল-১ এর বিচারক আনিসুর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন জানান, ২০১৮ সালের ১৬ আগস্ট সকালে বাড়ির সামনে খেলা করছিলো শিশু আলিফ। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা চারপাশে অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু তার সন্ধান পাওয়া যায়নি।

পরে সেদিন বিকেলই প্রতিবেশী খোকনের ভাড়াবাড়ির একটি তালাবদ্ধ ঘর থেকে আলিফের হাত পা বাঁধা বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। ওই ঘরটিতে ভাড়া থাকতেন অহিদ। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য শেষে আদালত মামলার একমাত্র আসামি অহিদের মৃত্যুদণ্ডের আদেশ দেন।

সারাবাংলা/এসএমএন

নারায়ণগঞ্জ মৃত্যুদণ্ড শিশু আলিফ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর